
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইট বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মোয়াজ্জেম হোসেন (১৬) নামে ট্রাক্টরের এক হেলপারের প্রাণহানি হয়েছে।
Advertisement
মঙ্গলবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম হোসেন একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে সবাজ উদ্দিনের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোফাম্মেল হক জানান, দুপুরে এনএমপি ব্র্রিক্সস এর ভাটা থেকে বিক্রয় করা ইট ভাটা ট্রাক্টরে বোঝাই করে পৌছে দেওয়ার সময় হাত ফসকে রাস্তায় পড়ে যায় ট্রাক্টরের হেলপার মোয়াজ্জেম। এসময় সে ট্রাকরের চাকার নিয়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


