Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নাটোরে বাতাবি লেবুর আবাদ বেড়েছে
অর্থনীতি-ব্যবসা জাতীয় বিভাগীয় সংবাদ

নাটোরে বাতাবি লেবুর আবাদ বেড়েছে

জুমবাংলা নিউজ ডেস্কOctober 9, 2019Updated:October 9, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: নাটোর জেলায় বাতাবি লেবুর আবাদ বেড়েছে। মানুষ বেশি করে বাতাবি লেবু খাচ্ছেন। হাট-বাজারগুলোতে বাতাবি লেবুর ব্যাপক উপস্থিতি জানান দিচ্ছে, ফলন বৃদ্ধির । উৎপাদন ও ব্যবহারের নিরিখে জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে দেশীয় সহজলভ্য নিরাপদ এবং উপকারী এ ফলটি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে জেলায় বাতাবি লেবুর চাষাবাদ বেড়েছে। চলতি বছরে জেলায় মোট ১৮৬ হেক্টর জমিতে বাতাবি লেবু চাষ হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় সর্বাধিক ৬০ হেক্টর, সিংড়া উপজেলায় ৩৬ হেক্টর, বাগাতিপাড়ায় ৩০ হেক্টর, গুরুদাসপুরে ২৫ হেক্টর, লালপুরে ২০ হেক্টর, নলডাঙ্গায় ১০ হেক্টর এবং বড়াইগ্রাম উপজেলায় ৫ হেক্টরে বাতাবি লেবুর চাষ হয়েছে। গত বছরে জেলায় আবাদকৃত জমির পরিসর ছিল ১৩১ হেক্টর এবং এর আগের বছরে ১০০ হেক্টর।

জেলার বিভিন্ন হাট-বাজারে এখন বাতাবি লেবুর বিপণন হতে দেখা যাচ্ছে। তবে নাটোর সদর, সিংড়া এবং বাগাতিপাড়া উপজেলাতে এর আধিক্য। জেলার প্রধানতম বাজার-নীচাবাজারে বিগত প্রায় এক মাস যাবৎ বাতাবি লেবু বিপণন হচ্ছে। বিগত বছরগুলোর চেয়ে এ বিপণনের পরিধি ব্যাপক। প্রতিদিন অন্তত পঞ্চাশজন ব্যবসায়ী বাতাবি লেবু বিক্রি করছেন। নিয়মিত বিক্রেতা শরৎ কুমার বললেন, নিজের গাছের ছাড়াও হাট থেকে কিনে এনে প্রতিদিন বাতাবি লেবু বিক্রি করি। এবছর ফলন ভালো হওয়ায় সরবরাহও অনেক বেশি। একই কথা জানিয়ে সিংড়া উপজেলার হাতিয়ানদহ হাটের ফল ব্যবসায়ী ফজের আলী বলেন, শুধু খুচরা ক্রেতাই নয়, শহরের ফল বিক্রেতারা একসাথে অনেক লেবু পাইকারী কিনে নিয়ে যান। দাম দশ টাকা থেকে বিশ টাকা করে প্রতি পিস।

শহরের অভিজাত ফলের দোকানেও বাতাবি লেবু শোভা বর্ধন করছে। কেন্দ্রীয় মসজিদের সামনে ঝিলিক ফল ভান্ডারের পরিচালক সোহানুর রহমান জানান, উৎপাদকরা বাতাবি লেবু সরবরাহ করেন। বিক্রিও ভালো। সচেতন মানুষের ঝোঁক সম্পূর্ণ অর্গানিক এ ফলের প্রতি।

কলেজ শিক্ষক ও গৃহিণী মাসুমা সুলতানা বলেন, বাতাবি লেবু সম্পূর্ণ অর্গানিক। তাই এ মৌসুমে বাড়ীতে প্রতিদিন রীতিমত নিয়ম করে নিরাপদ ও সুস্বাদু এ দেশীয় ফল খাওয়া হচ্ছে। বাড়ীর সব সদস্যই বাতাবি লেবু পছন্দ করে। এমনকি অতিথি আপ্যায়নেও বাতাবি লেবু খেতে দেয়া হচ্ছে।

নিয়মিত বাতাবি লেবু খান এমন ব্যক্তিরা জানান, বাতাবি লেবু রক্ত পরিশোধন, ত্বক, খুশকী, এসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের জন্যে খুবই উপকারী। বাতাবি লেবু ভিটামিন এ, সি, পাইরিডক্সিন, ফলিক এসিড, থায়ামিন, ফসফরাস, আয়রণ ক্যালসিয়াম, কপার, বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্স, লিমোনয়েড এর উৎস বলে হাড় মজবুত করে, বুড়িয়ে যাওয়া রোধ করে, রক্ত পরিষ্কার করে, অম্ল রোধ করে, কিডনীর পাথর হওয়া রোধ করে, মাড়ির রোগে উপকার করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ক্যান্সার জীবানু ধ্বংস করে, কোলেষ্টেরল হ্রাস করে, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বলে জানিয়েছেন পুষ্টি অভিজ্ঞ ব্যক্তিরা।

সাধারণত বসতবাড়ী কেন্দ্রিক বাতাবি লেবুর চাষ হয়ে আসছে। থাইল্যান্ডের উন্নত জাত আমদানী করতে পারলে বাণিজ্যিকভাবে বাতাবি লেবু উৎপাদন করে সফল হওয়া সম্ভব বলে মত প্রকাশ করেন নাটোরের বিশিষ্ট ফল উৎপাদক আতিকুর রহমান আতিক।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের জাতীয় পরামর্শক দেশের খ্যাতনামা ফল বিজ্ঞানী এস এম কামরুজ্জামান বাসস’কে বলেন, আগে এক সময় দেশে বর্ষা উত্তর বিভিন্ন অসুখের নিরাময়ে বাতাবি লেবুর অনন্য ভূমিকা ছিল। নিরাপদ এ ফলটি ওষুধী গুণে সমৃদ্ধ।

এস এম কামরুজ্জামান আরো বলেন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চায়নার কিছু উন্নত জাতের বাতাবি লেবু দেশে চাষ হচ্ছে। তবে ইসরাইলের একটি সীডলেস জাত এখন পর্যন্ত শ্রেষ্ঠ। এর এক একটির ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত এবং সুমিষ্ট এ লেবু খুবই সুস্বাদু। থাইল্যান্ডের প্রত্যন্ত এলাকা থেকে খুব কষ্টে সংগ্রহ করা এ জাতের ফলনে সফলতা পেয়েছেন জানিয়ে এ ফল বিজ্ঞানী বলেন, বিশ্বে চাহিদা সম্পন্ন দামী ্এ জাতের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
Hadi

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন

December 18, 2025
আমগাছ

দুই বছরের স্বপ্ন এক রাতেই শেষ, কৃষকের ১১৭টি আমগাছ কাটল দুর্বৃত্তরা

December 18, 2025
সঞ্চয়পত্র

সঞ্চয়পত্রে বড় চমক, কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ জেনে নিন

December 18, 2025
Latest News
Hadi

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন

আমগাছ

দুই বছরের স্বপ্ন এক রাতেই শেষ, কৃষকের ১১৭টি আমগাছ কাটল দুর্বৃত্তরা

সঞ্চয়পত্র

সঞ্চয়পত্রে বড় চমক, কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ জেনে নিন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Brak Bank

ব্রাক ব্যাংকে কত মাসের এফডিআরে সুদের হার কত? রইল বিস্তারিত

প্রবাসীদের নিবন্ধন

প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৮৩ হাজার

এনসিপি নেত্রী রুমী

রাজধানী থেকে এনসিপি নেত্রী রুমীর মরদেহ উদ্ধার

ভারতীয় ভিসা সেন্টার

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু

প্রবাসীর নিবন্ধন

ভোট দিতে ৪ লাখ ৮৪ হাজার প্রবাসীর নিবন্ধন

প্রধান উপদেষ্টা

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.