Advertisement
জুমবাংলা ডেস্ক: নাটোর জেলায় আজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য রতœা আহমেদ।
এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের দেশের সূর্য সন্তান। তাদের জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণের কৃতিত্বপূর্ণ অবদানের কারণেই আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের ঋণ কখনো শোধ হবার নয়। সমগ্র জাতি তাদের কাছে কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা সরকার সব সময় তাদের পাশে আছে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইউসুফকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য
রত্না আহমেদ। তিনি নিজস্ব তহবিলের অর্থায়নে ৩০০ মুক্তিযোদ্ধাকে কম্বল প্রদান করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।