জুমবাংলা ডেস্ক: নাটোরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিক এবং কারখানা ও নির্মাণ শ্রমিকদের অংশগ্রহণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
প্রশিক্ষণে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরীফ শাওন শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ উপস্থাপন করেন। প্রশিক্ষণে এলাকাভিত্তিক দিবা এবং রাত্রিকালীন সময়ে শব্দের মানমাত্রা, শব্দের ব্যবস্থাপনা, শব্দ দূষণে স্বাস্থ্যগত প্রভাব, প্রতিকার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপ পরিচালক মাহমুদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বিআরটিএ’র সহকারী পরিচালক রাশেদুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী এবং অংশগ্রহণকারীদের মধ্যে থেকে পরিবহন, কারখানা ও নির্মাণ শ্রমিকের প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ হাসান এ প্রশিক্ষণ সঞ্চালনা করেন।
‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন করে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।