Advertisement
জুমবাংলা ডেস্ক: নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাড়িতে ঢুকে এক স্কুল শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃর্ত্তরা। পরে পকুর থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা। খবর ইউএনবি’র।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লতিফা হেলেন মঞ্জু বৃকাশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, লতিফা হেলেন গোপীনাথপুর গ্রামে তার মায়ের বাড়িতেই থাকতেন। রাত ১০টার দিকে তার মা পাশের বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাথারি ছুরিকাঘাত করে পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, বাড়ি ফিরে লতিফার মা পুরো বাড়িতে রক্তাক্ত দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।