Advertisement
নাটোর প্রতিনিধি: নাটোরে ১২০ জন পথশিশুর মাঝে ঈদের উপহার দিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শিশুদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে আতপ চাল, লাচ্চা, চিনি, গুড়া দুধ, ঘি, সরিষার তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান আসাদ, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিল আকতারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। ঈদ উপহার পেয়ে আনন্দিত হয় পথশিশুরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।