ধর্ম ডেস্ক : নবজাতক সন্তানের কল্যাণ কামনায় দোয়া করা সুন্নত। মহানবী (সা.) প্রিয় নাতি হাসান (রা.) ও হুসাইন (রা.)-এর জন্য শয়তানের অনিষ্টতা থেকে মুক্তির দোয়া করেছেন। হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) মহান আল্লাহর কাছে হাসান ও হুসাইন (রা.)-এর জন্য আশ্রয় চেয়ে বলেছেন,
«أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ»
উচ্চারণ : ‘উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শয়তানিন ওয়া হাম্মাতিন ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাতিন। ’
অর্থ : ‘আমি তোমাদের দুইজনের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সব শয়তান, বিষধর বস্তু ও ক্ষতিকর চোখ থেকে আশ্রয় চাচ্ছি।’
অতঃপর রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের বাবা [ইবরাহিম (আ.)] এই দোয়ার মাধ্যমে ইসমাইল (আ.) ও ইসহাক (আ.)-এর জন্য আশ্রয় চেয়েছিলেন। ’ (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৩৩৭১)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।