স্পোর্টস ডেস্ক: লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের কাফ ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৭তম ওভারে ইনজুরিতে পড়ার পর অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন লায়ন। মাঠ ছাড়ার আগে ১৩ ওভারে ৩৫ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।
দলীয় ৯১ রানে ইংল্যান্ডের উদ্বোধনী ভাঙ্গেন লায়ন। ৫টি চারে ৪৮ বলে ৪৮ রান করা জ্যাক ক্রলিকে শিকার করেন এ অফস্পিনার। লর্ডস টেস্ট দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি। বিশ্বের প্রথম বোলার হিসেবে গড়েছেন টেস্টে টানা ১শ ম্যাচ খেলার বিরল রেকর্ড।
অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লায়নের। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশ্বের অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫শ উইকেটের মালিক হবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।