স্পোর্টস ডেস্ক: চলমান ফ্রেঞ্চ ওপেনের সেমি ফাইনালে স্প্যানিশ টেনিস গ্রেট রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।
শুক্রবার (১১ জুন) রাতে রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় সেমি ফাইনালে নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪) ও ৬-২ গেমে হারিয়ে এক সেট আগেই ম্যাচ জিতে নিয়েছেন জোকোভিচ।
সবশেষ ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন জোকোভিচ। পরের চার বছর শিরোপা ঘরে তুলেছেন নাদালই। এবার তাকে সেমি ফাইনালেই বিদায় করে দিলেন সার্বিয়ান তারকা জোকোভিচ।
২০০৫ সালে অভিষেকের পর ফ্রেঞ্চ ওপেনে এ নিয়ে মাত্র তৃতীয় ম্যাচে হারল ১৩বারের শিরোপা জয়ী নাদাল।
প্রায় চার ঘণ্টা ধরে হওয়া ম্যাচের শুরুর সেটটা সহজেই জিতেছিলেন নাদাল। তবে পরের তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান জোকোভিচ। বিশেষ করে জমে ওঠা তৃতীয় সেটে নিজের স্কিলের পাশাপাশি নাদালের অদম্য মানসিকতার বিপক্ষে লড়েই জয় পেয়েছেন এ সার্বিয়ান তারকা।
চলতি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলে রজার ফেদেরারকে ছাড়িয়ে যেতে পারতেন নাদাল। গত আসরের ফ্রেঞ্চ ওপেন জিতে ফেদেরারের সমান ২০টি গ্র্যান্ড স্লামের মালিক হয়েছেন তিনি।
তবে এবার সেমি ফাইনালে হেরে যাওয়ায় উল্টো জোকোভিচের সামনে সুযোগ এলো ফেদেরার ও নাদালের সঙ্গে দূরত্ব ঘোচানোর। এখনও পর্যন্ত ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ।
প্রসঙ্গত, আগামী রবিবার (১৩ জুন) গ্রিসের তারকা স্টেফানোস সিটসিপাসের বিপক্ষে ১৯তম শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন জোকোভিচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।