বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নানান নাটকীয়তার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনতে সম্মত হয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি এর আগে টুইটার যে দাম কিনতে চেয়েছিলেন সে দামেই কিনে নিতে রাজি হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।
এদিকে, ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার চাঙা হয়ে উঠেছে। টুইটারের শেয়ারমূল্য ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৯৩ মার্কিন ডলারে অবস্থান করছে। মাস্কের কোম্পানি টেসলার শেয়ারদরও ১.৫ শতাংশ বেড়েছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, আগের দামে টুইটার কেনার প্রস্তাব দিয়ে একটি চিঠি কর্তৃপক্ষকে পাঠিয়েছেন মাস্ক। তবে গোপনীয় হওয়ায় এ বিষয়ে মুখ খুলেননি কেউ।
গত এপ্রিলে টুইটারের প্রতি শেয়ার ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার অর্থাৎ মোট ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। একপর্যায়ে টুইটারের প্রকৃত অ্যাকাউন্ট নিয়ে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে সঠিক তথ্য না পেয়ে মে মাসে টুইটার কেনার প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেন মাস্ক।
ইলন মাস্কের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় টুইটারের পরিচালনা পর্ষদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।