Advertisement
তারাবি নামাজ শেষে মসজিদেই মারা গেছেন গাজী শরাফত আলী (৫২) নামে এক ব্যক্তি। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার হামজারবাগ এলাকার বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দা মো. আতিকুল্লাহ জানান, আমরা সবাই নামাজ শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। এমন সময় মুয়াজ্জিন মাইকে ঘোষণা দেন, মসজিদে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।