জুমবাংলা ডেস্ক : ত্বক ফর্সা করার ক্রিম নিয়ে বিতর্ক ওঠার পর ইউনিলিভার (ইউএল) তাদের অতি পরিচিত ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ব্র্যান্ডের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
হিন্দুস্তান ইউনিলিভার বৃহস্পতিবার জানিয়েছে, ত্বকের ক্রিমের নামের ক্ষেত্রে তারা ফেয়ার শব্দটা বাদ দেবে।
কোম্পানিটি বিবৃতিতে বলেছে, ‘সৌন্দর্যের ধারণায় আরও গ্রহণযোগ্যতা আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আমেরিকায় শ্বেতাঙ্গ পুলিশদের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি খুন হওয়ার পর দেশে দেশে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ছে। সেই আন্দোলন থেকে সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে ভারতের তারকারা যেভাবে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দেন, সেটি নিয়ে সমালোচনা শুরু করেন সেদেশের সাধারণ মানুষ।
নাম পরিবর্তনের বিষয়টি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডও (ইউবিএল) বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। তারা বলছে, ‘সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ফেয়ার অ্যান্ড লাভলি নাম থেকে ফেয়ার শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে নামটি পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দশকে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন প্রচারণায় বিবর্তনের মাধ্যমে নারী ক্ষমতায়নের বার্তাটি তুলে ধরা হয়েছে। ব্র্যান্ডটির লক্ষ্য সৌন্দর্যের ক্ষেত্রে এমন একটি সামগ্রিক পন্থা অবলম্বন করা, যেটি অবশ্যই সার্বজনীন ও বৈচিত্র্যময় এবং সবখানে সবার কথা মাথায় রাখে। সব ধরনের গায়ের রঙ নিয়ে কথা বলতে ব্র্যান্ডটি প্রতিশ্রুতিবদ্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।