বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয় দিয়ে বরাবরই প্রশংসিত হয়েছেন। তার অভিনয় মুগ্ধ করে হল ভর্তি দর্শকদের। অভিনয়ের পাশিপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব অভিনেত্রী। শরীরচর্চা থেকে শুরু করে ঘুরাঘুরি ছবি, প্রতিদিনের বাহারি খাবার, পোষ্যদের সঙ্গে খুনসুটির মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করেন।
শনিবার (২৪ মে) ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে নিজের কঠিন রোগের কথা জানিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্টে একগুচ্ছ ছবির মধ্যে জায়গা পেয়েছে তার শরীরচর্চা ছবি। ওই পোস্টে অভিনেত্রী সূর্যমুখী ফুলের ছবিও ভাগ করে নিয়েছেন। সঙ্গে আছে বেরি ফল ও বাহারি খাবারের ছবিও।
এসব ছবির মধ্যেই মিমি আরও একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা গেছে চোখের ওপর আইস প্যাক লাগানো। ছবির ওপর লিখেছেন ‘মাইগ্রেনের তুমি কঠিনভাবে আঘাত করেছ।’ ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে মাইগ্রেনের যন্ত্রণায় অসুস্থ হয়ে গেছেন। বলে রাখা ভালো, বহু বছর ধরেই অভিনেত্রী মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। গত বছরও এক পোস্টে লিখেছিলেন মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, অসম্ভব।
মাইগ্রেন মূলত একটি ক্রনিক রোগ। যা অনেক সময় বংশ পরম্পরায় হয়। আবার অতিরিক্ত টেনশন, কাজের চাপ, মানসিক চাপ, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, রোদ বা ঠাণ্ডা ইত্যাদি বিভিন্ন কারণেই মাইগ্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইগ্রেনে আক্রান্ত রোগীদের তীব্র মাথাব্যথা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।