জুমবাংলা ডেস্ক : মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা আলোচিত জাকির খান। ২২ বছর পলাতক ও পরে বন্দি থাকার পর রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্ত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেল সুপার মো. ফোরকান ওয়াহিদ।
এদিকে আলোচিত এই নেতাকে বরণ করতে সকাল থেকেই হাজার হাজার সমর্থক শত শত গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জ কারাগারে সামনে এসে উপস্থিত হন।
পরে কারমুক্ত জাকির খানকে নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, চাষাঢ়া, ২নং রেলগেইট হয়ে দেওভোগ এলাকায় প্রবেশ করেন। এসময় জাকির খানকে সবাই ফুলেল শুভেচ্ছা দেন।
উল্লেখ্য, আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলাসহ চারটি হত্যা মামলাসহ মোট ৩৩ মামলার আসামি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।