জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মারা গেছেন এক দম্পতি। তারা রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাত ১টায় স্বামী ইউসুফ আলী দেওয়ান এবং মঙ্গলবার ভোর ৪টায় স্ত্রী ফিরোজা দেওয়ান মারা যান। তাদের বাড়ি নারায়ণগঞ্জ নগরের আমলাপাড়ায়। কিছুদিন ধরেই পরিবার নিয়ে তারা ঢাকায় থাকছিলেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর ইউসুফ আলী দেওয়ান ও তার স্ত্রী ফিরোজা দেওয়ানকে প্লাজমা ডোনেশন করেছিলো টিম খোরশেদ। প্লাজমা দেয়ার পরও তাদের বাঁচানো গেল না।
কাউন্সিলর খোরশেদ জানান, তাদের ছেলের আহ্বানে টিম খোরশেদ দুইজনকেই প্লাজমা ডোনেশন করেছিলো। কিন্তু সোমবার রাতে তিন ঘণ্টার ব্যবধানে হাসপাতালে মারা যান ওই দম্পতি। পরে পরিবারের আহ্বানে হাসপাতাল থেকে নারায়ণগঞ্জে মরদেহ আনা হয়। এরপর টিম খোরশেদ মাসদাইর কবরস্থানে তাদের দাফন করে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।