
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটলে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা নামে নারী শ্রমিক জানান, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর একটার দিকে নির্মাণাধীন ড্রেনের পাশে উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেওয়াল ধসে পড়ে। সময় হৃদয়, মিম ও দুলালী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
এ ব্যাপারে সোনারগাঁও রূপগঞ্জ জোনের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সদর ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর থেকে ধসে পড়া দেওয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, স্কুলের সীমানা দেওয়ালটি অনেক পুরনো ও নড়বড়ে অবস্থায় ছিল। তবে ড্রেন নির্মাণ কাজের সময় দেওয়ালের বাইরে রাস্তার দিকে বাঁশের খুঁটি বসিয়ে প্রোটেকশন দেওয়া দরকার ছিল। ঠিকাদার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না করায় এবং স্কুলের দেওয়াল রক্ষায় কোনো প্রটেকশন না দেওয়ায় মাটি সরে যায়। ফলে দেয়ালটি ধসে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি।তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়রকে জানিয়েছি। তিনি আহতদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা কাজ করেছি।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষণখোলা এলাকায় সিটি কর্পোরেশনের সড়কে ড্রেন নির্মাণ কাজ করছিল রাসেল নামে এক ঠিকাদার। এ দুর্ঘটনার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের কারও কোনো অবহেলায় বা ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পুলিশের (বি সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল বলেন, ঢাকা মেডিকেলে নেওয়ার পর আহত দু’জন নির্মাণ শ্রমিক মারা গেছে বলে শুনেছি। এ দুর্ঘটনার ব্যাপারে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। সূত্র : সময় নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


