জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ থেকে ঢাকার দোহার উপজেলায় নিজ বাড়িতে ফেরার পথে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।
বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন দোহারের সাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
আক্রান্ত ওই ব্যক্তি দোহারের মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
জাহাঙ্গীর আলম জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে দোহারে নিজ বাড়িতে ফেরার সময় সোমবার রাতে সাইনপুকুর এলাকায় পুলিশ তাকে আটক করে। এ সময় থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করে তার শরীরে বেশি তাপামাত্রা পাওয়া যায়। সেই সাথে জিজ্ঞাসাবাদে তিনি জ্বর-কাশি থাকার কথা স্বীকার করলে তার নমুনা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।
‘মঙ্গলবার রাতে পাওয়া ফলে আমরা নিশ্চিত হই যে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে,’ যোগ করেন জাহাঙ্গীর আলম। সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।