আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার টিভি জগতের জনপ্রিয় অভিনেত্রী এলিসন ম্যাককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
নিউজ এইটটিনের খবর, এলিসন ম্যাক বেশ কতগুলি সুপারহিট টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। মিষ্টি চেহারার এলিসনের আসল রূপ সামনে এলে চমকে যায়।
অভিযোগ, এলিসন তার বাড়িতে প্রতিতাবৃত্তি শুরু করেন। এখানেই শেষ নয়, বিভিন্ন বয়সের সুন্দরী নারীদের ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতেন। তারপর নিজের পোষা বাহিনী দিয়ে আটকে রাখতেন। খেতে দিতেন না। মারধর করতেন। যতক্ষণ না তারা দেহ ব্যবসায় নামতে রাজি হত ততক্ষণ পর্যন্ত এমন আচরণ করা হতো।
Advertisement
তবে এই ঘটনা সামনে আসে ২০১৮ সালে। তখন গ্রেফতার করা হয় ওই অভিনেত্রীকে। সম্প্রতি আমেরিকান একটি আদালত এই ঘটনায় তাকে ২০ বছরের জেল দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।