জনপ্রিয় মার্কিন ডেনিম ব্র্যান্ড র্যাংলার সম্প্রতি নারীদের জন্য ‘বেস্পোক’ নামে একটি জিনস লাইন লঞ্চ করেছে। নতুন ফিট প্রযুক্তি ব্যবহার করে র্যাংলারের নারী ডিজাইন টিম এই নতুন সংগ্রহের জিনসগুলো ডিজাইন করেছে।
ফ্যাশন বিশ্বের শীর্ষ সারির ডেনিম ব্র্যান্ডের একটি র্যাংলার। মার্কিন মুলুক থেকে এর জনপ্রিয়তা ছড়িয়েছে সারা বিশ্বে। সম্প্রতি এই ব্র্যান্ড কেবল নারীদের জন্য নিয়ে এসেছে নতুন জিনস লাইন ‘বেস্পোক’। এত দিন ধরে র্যাংলার জিনসের যতগুলো কালেকশন লঞ্চ করেছে, তার মধ্যে ‘বেস্পোক’ একটু আলাদা। ‘স্পেশাল’ বললে ভুল বলা হবে না। কারণ, এই লাইনের প্রতিটা জিনস ডিজাইন করেছেন র্যাংলারের নারী ডিজাইন টিম।
নারীকেন্দ্রিক ডিজাইন টিম সব ধরনের বডি শেপের নারীদের জন্য ইনক্লুসিভ ও নিখুঁত জিনস ডিজাইন করার লক্ষ্যে কাজ করেছে। এ জন্য তাঁরা বিভিন্ন শ্রেণি, পেশা ও শারীরিক গঠনের নারীদের জিনসবিষয়ক চাহিদা নিয়ে গবেষণা করেছে এবং তারই ভিত্তিতে একটি নতুন ফিট প্রযুক্তি আবিষ্কার করেছে।
একটি ভালো জিনস সব সময় ফিট ও স্ট্রেচি হবে। এর কোনো ওয়েস্টগ্যাপ থাকা যাবে না। তবে দুর্ভাগ্যবশত ভালো ব্র্যান্ডের ভালো মানের জিনসেও অনেক সময় এই গুণাবলির অভাব থাকে। আবার এই ব্র্যান্ডগুলো সব বডি শেপের নারীদের জন্য জিনস তৈরিতেও সক্ষম নয়। এ জন্য জিনস কিনে অনেক নারীকে বিপত্তিতে পড়তে হয়।
ফিট প্রযুক্তি ব্যবহার করে তৈরি জিনসগুলো সব বডি শেপের নারীদের জন্য উপযোগী। ট্রেন্ডের কথা মাথায় রেখে তিন ধরনের ডেনিম প্যান্ট রাখা হয়েছে এই বেস্পোক লাইনে। বুটকাট, স্কিনি ও ফ্লেয়ার। নতুন কালেকশনের জিনসগুলো যথেষ্ট ফিট ও স্ট্রেচি।
নতুন বেস্পোক লাইন নিয়ে র্যাংলারের গ্লোবাল ডিজাইন টিমের ভাইস প্রেসিডেন্ট ভিভিয়ান রিভেটি বলেছেন, ‘নিজেদের শারীরিক গঠন ও চাহিদা অনুযায়ী জিনস, আমাদের নারী ভোক্তাদের দীর্ঘদিনের দাবি। বেস্পোক কালেকশনটি ডেনিম স্পেসে একটি নতুন মান নির্ধারণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।