নারীদের ৭টি গোপন ইচ্ছা

লাইফস্টাইল ডেস্ক : প্রত্যেক মানুষেরই কিছু গোপন ইচ্ছা থাকে। কিন্তু সব ইচ্ছার কথাই কি সবাই প্রকাশ করে দেন? একদম কিন্তু নয়। বিশেষ করে নারীরা এই কাজে বিশেষ পটু। তাই যুগ যুগ ধরে পুরুষেরা বলেই আসছে- নারীর মন বোঝা একেবারেই কঠিন কাজ। কারণ এমন অনেক কিছুই আছে, যেটা একজন নারী গোপনে গোপনে আকাঙ্ক্ষা করেন। অথচ মুখে বলেন সম্পূর্ণ উল্টো কথা। চলুন জেনে নেওয়া যাক নারীদের এমন ১০ টি গোপন ইচ্ছার কথা-

আর্থিকভাবে সচ্ছল পুরুষকে বিয়ে করা : এ কথা অস্বীকার করার উপায় নেই যে, প্রত্যেক নারীই আর্থিকভাবে সচ্ছল কোনও পুরুষকে বিয়ে করতে চান। নারীদের একটা বড় অংশই চান, স্বামী পুরুষটি হোক ধনী।

শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে নারাজ : বেশিরভাগ নারীই মনে মনে চান যে, বিয়ের পর তার নিজের সংসার হবে। আর তাই তারা শ্বশুর-শাশুড়িকে নিয়ে থাকতে নারাজ। কিন্তু এটা তারা মুখে স্বীকার করেন না মোটেও।

পুরুষটি তার সব কথা শুনুক : পৃথিবীর প্রত্যেকটি নারী চান, পছন্দের পুরুষটি তার সব কথা শুনুক, তাকে ছাড়া কিছু চিন্তা করতে না পারুক।

বান্ধবীদের মাঝে আকর্ষণীয় হয়ে উঠা : বান্ধবীদের মাঝে সবচাইতে সুন্দরী ও আকর্ষণীয় হয়ে উঠতে চান সব নারী। আর এটা অবশ্যই মনে মনে।

বয়স নিয়ে…

প্রায় প্রত্যেক নারী চান যে, তার চেহায়ার বয়সের ছাপ কখনো না পড়ুক।

সুন্দর ফিগারের অধিকারী হতে চান : মুখে যতই বলুন যে ওজন নিয়ে মাথা ঘামান না। কিন্তু স্লিম ও সুন্দর ফিগারের অধিকারী হতে চান সব নারী।

ঈর্ষাকাতর : ঈর্ষা কাতর হওয়ার প্রবণতা কিন্তু নারীদের মাঝে মারাত্মক বেশি। অন্য মেয়েদের জীবনের অর্জন দেখে মনে মনে সেটা চান প্রায় সব নারীই।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *