জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। রোববার (৯ মার্চ) সকাল ১০টায় ক্লাস বর্জন করে সড়কে অবস্থান নিয়ে এ সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়ে কিছুক্ষণের জন্য অবস্থান নেন, এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে আসেন। তারা একত্রিত হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা নানা শ্লোগান দেন এবং অনেকেই চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
তারা বলেন, মাগুরাসহ বিভিন্ন এলাকায় নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে, যা একেবারে অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা সরকারকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, ‘নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই।’
এছাড়াও, তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।