বিনোদন ডেস্ক : বড়পর্দায় তিনি কাকাবাবু-র সন্তু। নায়োকচিত। কিন্তু হঠাৎ এমন কী হল যে হঠাৎ মেয়ে সেনে অভিনয় করতে হল আরিয়ান ভৌমিক কে? কোন চরিত্রের জন্যই বা তাঁর এই বেশ?
সদ্য শুরু হয়েছে আরিয়ানের নতুন একটি ধারাবাহিক। ‘ভিডিও বৌমা’ সেখানেই একজন নারীর বেশে দেখা যাবে আরিয়ানকে। দুই গল্প দুই ভ্লগারকে নিয়ে। আকাশ এবং মাটি। আকাশ শহরের ছেলে। অন্যদিকে মাটি একেবারেই গ্রামের মেয়ে। কিন্তু তাঁরা দুজনেই ভ্লগ তৈরি করে। ভ্লগার আকাশ ঠিক করে, ভাইরাল হওয়ার জন্য মেয়ে সেজে একটি হিন্দি গানে নাচ করে ভিডিও তৈরি করবে। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গান ‘হোয়াট ঝুমকা’-য় একটি রিল তৈরি করবেন আরিয়ান। ঘটনাক্রমে সেই ভিডিও আকাশের বাবা দেখে আকাশকে খুব বকাবকি করে। অন্যদিকে এবার মাটি আসতে চলেছে আকাশদের বাড়িতে। কলকাতায়। এবার চিত্রনাট্যে কী মোড় আসবে সেটাই দেখার। এই শ্যুটিংয়ের জন্য ঘন্টা দুয়েক ধরে মেক আপ করতে হয়েছে আরিয়ানকে
এর আগে এই ধারাবাহিক নিয়ে এবিপি লাইভকে আরিয়ান বলেছিলেন, ‘একটা নতুন প্রোজেক্ট শুরু হলে দর্শকদের সবসময় একটা প্রত্য়াশা থাকে। অভিনেতাদের ও মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। চরিত্রটা চ্যালেঞ্জিং হবে না সহজ, তা যেন সেটে যাওয়ার আগে বোঝাই যায় না। কিন্তু ভিডিও বৌমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছিল, সেটা হল ধারণাটা একেবারে নতুন আর ভীষণভাবে এনার্জিতে ভরপুর। আমাদের প্রোমো যখন বেরল, তখনও দর্শকদের এই বিষয়টাই মনে ধরেছে। এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকা দুজনেই ভ্লগার। একটা ভীষণ নতুন প্রজন্মের কাজ এটা। এই প্রোজেক্টের আরও একটা ভাল দিক হল, এই ধারাবাহিকটার প্রযোজনা সংস্থা আর চ্যানেল। চিত্রায়ন স্টুডিওজ-এ সায়ন্তনদা, ঋতুদি সবাই ভীষণ সাহায্য করেন। সান বাংলার যিনি ক্রিয়েটিভ হেড, তাঁর পরিচালনাতে এর আগেও আমি কাজ করেছি। জুলাই মাসে আমাদের একটা নতুন ছবি আসবে। সৌমিকদার হাত ধরে আমার টেলিভিশনের সফর শুরু। আমি এই টিমটাকে নিয়ে খুব লাকি আর খুব খুশি। আমি চাই সবাই এই এনার্জিটাই ধরে রাখুক। আমার বিপরীতে যে কাজ করছে, রিখিয়া, ও আমার স্কুলের জুনিয়র। এটাই ওর প্রথম মুখ্যভূমিকায় কাজ। ও যে খাটনিটা খেটে প্রস্তুত হচ্ছে এই চরিত্রটার জন্য, সেটা আমায় অবাক করেছে। ওর মতো সহ অভিনেত্রী পেয়ে ভাল লাগছে। আমার আশা সবাই এই ধারাবাহিকটা দেখবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।