Advertisement
স্পোর্টস ডেস্ক : আজ ২৮তম জন্মদিন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলমের। ১৯৯৩ সালের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন এই প্রমীলা ক্রিকেটার। লাল-সবুজ জার্সিতে ৩৭ ওয়ানডে ও ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা জাহানারা ওয়ানডেতে ৩৩ উইকেট ও টি-টোয়েন্টিতে ৫৫ উইকেট নিয়েছেন।
জাহানারার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক টুইটে তারা জানায়, ‘শুভ জন্মদিন জাহানারা আলম!’
২০১৮ সালের জুন মাসে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিয়েছিলেন জাহানারা। ২০১১ সালের ২৬ নভেম্বর আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়। ২০১২ সালের ২৮ আগস্ট মেলবোর্নে হয় টি-টোয়েন্টি অভিষেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।