জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন, দেশের প্রায় অর্ধেক ভোটার নারী, তাই কারও যেন তাদের বিভ্রান্তি না করতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি সতর্ক করেছেন, নারীর ভোট বিভ্রান্ত হলে বিএনপি ঝুঁকিতে পড়তে পারে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশে নয়ন নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশ দেন।
নয়ন বলেন,“যারা একাত্তরে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা মানুষের সংকটে কখনো পাশে দাঁড়ায়নি, তাদের মানুষ চিনে গেছে। বিএনপি সবসময় মানুষের পাশে ছিল। আমাদের মধ্যে কিছুই গোপন করার ইতিহাস নেই।”
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহ্মেদ দিপু, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


