জুমবাংলা ডেস্ক : সরকারি দায়িত্ব পালনকালে এক নারী স্বাস্থ্য সহকারীকে আওয়ামী লীগ নেতার মারধরের প্রতিবাদে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেস ক্লাবের সামনে হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অভিযুক্ত ওই নেতার নাম শেখ নূর মোহাম্মদ। তিনি আটপাড়ার স্বরমশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রূপচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আর মারধরের শিকার ওই স্বাস্থ্যকর্মী হলেন, সুরাইয়া আক্তার। তিনি আটপাড়ায় কর্মরত।
আয়োজক সংগঠনের সভাপতি এইচ এম রাব্বীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুখশেদুর রহমান খানের পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সহ-সভাপতি খানে সবুর খান, তারিকুজ্জামান রিপন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এ টি এম এ রাজ্জাক, ইপিআই সুপার মজিবুর রহমান, আটপাড়ার ইন্সপেক্টর ইনচার্জ শঙ্কর কুমার প্রমুখ।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বরমশিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ওই স্বাস্থ্যকর্মী রূপচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া খাঁ বাড়িতে গত মঙ্গলবার শিশুদের হাম-রুবেলা টিকা দেয়ার কথা ছিল। কিন্তু দাফতরিক অন্য কাজে ব্যস্ত থাকায় তিনি সেখানে যেতে পারেননি। পরদিন তিনি ওই বাড়িতে টিকা দিতে গেলে শেখ নূর মোহাম্মদ তাকে বাধা দেন। একইসঙ্গে কেন আগের দিন আসতে পারেননি, তা জানতে চেয়ে গালিগালাজ করেন।
আরও জানা যায়, সুরাইয়া এই আচরণের প্রতিবাদ করায় নূর মোহাম্মদ উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। এ সময় সুরাইয়ার সঙ্গে থাকা সহকারী ফয়জুর রহমান বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে সুরাইয়া বিষয়টি আটপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানান। এ ঘটনায় ওই দিন রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহম্মেদ বাদী হয়ে ওই নেতার নামে থানায় মামলা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে শেখ নূর মোহাম্মদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, মামলার অভিযুক্ত আসামিকে পুলিশ গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।