নাসার প্রচেষ্টায় এবার সরে গেল গ্রহাণু

গ্রহাণু

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকা গ্রহাণু ডাইমরফোসকে তার গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন মহাকাশ সংস্থা নাসা ‘ডার্ট’ নামে একটি যান ব্যবহার করেছিল।

বিবিসি জানিয়েছে, সেই গ্রহাণু ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। এটি তার আগের কক্ষপথ থেকে আরো সরে যাবে বলেও আশা করা হচ্ছে। এর আগে ডার্ট ব্যবহার করে সফলভাবে পরীক্ষাটি চালানো হয়েছে ডাইমরফোস নামক গ্রহাণুর ওপর।

আগে থেকেই নাসার বিজ্ঞানীরা বলছেন, মহাকাশযানটি ওই গ্রহাণুর ওপর আঘাত হানার পর পরীক্ষা করে দেখা হবে- এর কক্ষপথ এবং গতিবেগে কোনো পরিবর্তন হলো কি না।
গ্রহাণু
বিজ্ঞানীরা এখনও পরীক্ষাটি সফল হয়েছে কি না এবং গ্রহাণুর গতিপথ পরিবর্তিত হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য কাজ করছেন।

গ্রহাণুতে ডার্ট দিয়ে হামলার দুদিন পর অসাধারণ এই চিত্রটি চিলির জ্যোতির্বিজ্ঞানীরা ধারণ করেছেন। সাউদার্ন অ্যাস্ট্রোফিজিক্যাল রিসার্চ টেলিস্কোপ ব্যবহার করে অসাধারণ দৃশ্যটি তারা ধারণ করতে সক্ষম হয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেভাল রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তা মাইকেল নাইট বলেছেন, আগামী কয়েক সপ্তাহ এবং মাস ধরে ধ্বংসাবশেষের গতিপথ পর্যবেক্ষণ করা হবে।
সূত্র: বিবিসি।

স্কুটি-গাড়ির পর এবার চমক নিয়ে এলো বৈদ্যুতিক প্লেন, অবাক করবে ভাইরাল ভিডিও