নাসিরের ঝড়ো ব্যাটিংয়ে হেরে গেল তামিম-মুমিনুলরা

নাসির

স্পোর্টস ডেস্ক: তারকা খচিত দল রংপুরের বিপক্ষে পারল না চট্টগ্রাম। শেরেবাংলা স্টেডিয়ামে এক নম্বর টায়ারের ম্যাচে বুধবার ৭ উইকেটে হেরে গেল তামিম ইকবালের দল।

আকবর আলীর দলে এ দুর্দান্ত জয়ের অন্যতম কারিগর জাতীয় দলের একসময়ের সেরা অলরাউন্ডার নাসির হোসেন।

চতুর্থ উইকেটে তানবির হায়দারের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি গড়ে রংপুরকে জিতিয়ে দেন নাসির।

৪৪ বলে ২ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এ অলরাউন্ডার। আর তানবিরের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৩৬ রানের হার না মানা ইনিংস।

ম্যাচের প্রথম দিনেই তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হকের মত তারকা ব্যাটাররা কম রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন।

তবে অধিনায়ক ইরফান শুক্কুরের ওয়ানডে মেজাজে খেলা ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় দিনশেষে ৬ উইকেটে ১২৬ রান জমা করে চট্টগ্রাম।
নাসির
তৃতীয় দিন বাকি ৪ উইকেটে ৭৩ রান যোগ করে তথা ১৯৯ রানে গুটিয়ে যায় শুক্কুরের দল।

আর ফলে জিততে রংপুরের দরকার পড় ১০৪ রানের। শুরুতে জাহিদ জাভেদকে ৫ রানে ও নাইম ইসলাম ১ রানে হারায় রংপুর। আব্দুল্লাহ আল মামুন করেন ১৮ রান। এর পর ব্যাট হাতে নেমে ঝড়ো ইনিংস খেলে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যান নাসির হোসেন।

চট্টগ্রাম প্রথম ইনিংস: ১২৬/১০, ৫০ ওভার ও দ্বিতীয় ইনিংসে: ১৯৯/১০, ৫৯ ওভার (তামিম ২১, জয় ৭, সাব্বির ১৩, মুমিনুল ২২, ইরফান শুক্কুর ৬৭, শামীম পাটোয়ারি ৪, হাসান মুরাদ ৫, নাইম হাসান ১, ইয়াসিন আরাফাত ৩২, আহমেদ শরীফ ২১*; মুকিদুল ৩/৪১, আলাউদ্দীন বাবু ২/৪১, আরিফুল হক ২/২১, মুশফিক হাসান ও আব্দুল্লাহ আল মামুন একটি করে উইকেট।)

রংপুর প্রথম ইনিংস: ২২২/১০, ৭৩.৪ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১০৭/৩, ২৩.৫ ওভার (জাহিদ জাভেদ ৫, আব্দুল্লাহ আল মামুন ১৮, তানবির হায়দার ৩৬*, নাইম ইসলাম ১, নাসির হোসেন ৪৫*; নাইম হাসান ২/৪৩।)

ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।

শাহিনের এক ইয়র্কারে হাসপাতালে আফগান ব্যাটার