রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

কাজী মো. নাসিরুল আমিন জানান, পাওনা টাকা বা চাঁদা আদায়ের উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এনসিপি কর্তৃপক্ষ বিষয়টিকে রাজনৈতিক কোনো ইস্যু হিসেবে দেখছে না। দলের মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে তাদের সাংগঠনিক অফিসের পাশে এই গুলিবর্ষণ হয়েছে। এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ব্যক্তিগত বা সরাসরি কোনো নির্বাচনী অফিস ছিল না। প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই মনে করছে দলটি।
আরও পড়ুনঃ
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একই মত প্রকাশ করে জানিয়েছেন, এই গুলিবর্ষণের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই। তিনি মনে করেন এটি নিছক একটি অপরাধমূলক কর্মকাণ্ড যা চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


