জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দুই কোটি টাকা ব্যয়ে মায়ের নামে নান্দনিক মসজিদ নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা।
তুরস্কের নকশায় নির্মিত এই মসজিদটি শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজ পড়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ অনেকে।
রোজিনা গণমাধ্যমকে বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে আমার গ্রামেরর বাড়ি হলেন গোয়ালন্দে নানার বাড়িতে বড় হয়েছি। আমার সমস্ত অনুভূতি জুড়ে রয়েছে এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই মায়ের নামে এই মসজিদ নির্মাণ করছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করারও চিন্তা আছে।’
তিনি জানান, ‘২০১৯ সালে মসজিদের জন্য জমিটি ওয়াকফ করে দেন তিনি। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে মসজিদটি বানানো হয়েছে। মসজিদটির নির্মাণে প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।’
নায়িকা রোজিনার মসজিদ বানানোর মতো মহৎ কাজ দেখে বিস্মিত সবাই। তার এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করছেন অনেকেই।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নায়িকা রোজিনার এমন মহৎ কাজ দেখে সত্যিই আমি বিস্মিত। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার।’
১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রোজিনা। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর অসখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।