বিনোদন ডেস্ক : শুক্রবার রাজধানীর হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ জানান, মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তার স্বামী গায়ক ইলিয়াস হোসেন। সেটির তদন্ত চলছে। কিন্তু আসামি সুবাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সেলফোন বন্ধ। তিনি আত্মগোপনে আছেন।
সুবাহকে ফোনে না পাওয়ার বিষয়টি একেবারেই সত্যি। কারণ, ফোনটি তিনি বন্ধ করে রেখেছেন। তবে তাকে পাওয়া গেছে হোয়াটস অ্যাপে। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, কেন তিনি ফোন বন্ধ রেখেছেন। সুবাহর দাবি, ‘আমার ফোনে নানারকম হুমকি ও মেসেজ আসছে। সেসবের ভয়েই ফোন বন্ধ রেখেছি।’
তাকে খুঁজে না পাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে সুবাহ বলেন, ‘আমি বাসাতেই আছি। আমাকে খুঁজে পাওয়া যাবে না কেন? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ২ মার্চ আমি আদালতে গিয়েছি। আত্মগোপন করলে কি আদালতে যেতাম? আমি ভুক্তভোগী, তাই মামলা করেছি। ন্যায়বিচার চাই। এখন আমার বিরুদ্ধেও যদি কেউ মামলা করে, আইনগতভাবে সেটি মোকাবেলা করব। ’
নিজের বিরুদ্ধে ইলিয়াসের মামলার কোনো সমন পাননি দাবি করে সুবাহ বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আমার বাসার ঠিকানায় তো মামলার সমন আসবে, আমার তো একটা ঠিকানা আছে। সেই ঠিকানায় কোনো সমন আসেনি। সমন এলে সে অনুযায়ী যা করার করব।’
হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সেখানে নায়িকা সুবাহর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গায়ক ইলিয়াস হোসেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছরের ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য শেয়ার করেছেন। তার নামে মিথ্যা মামলা করেছেন এবং বিভিন্ন সময়ে তাকে ব্ল্যাকমেইলও করেছেন। তাই বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
গত ১ ডিসেম্বর গায়ক ইলিয়াসকে বিয়ে করেন চিত্রনায়িকা সুবাহ। কিন্তু কয়েকদিন না যেতেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এক অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তাদের সেই দাম্পত্য কলহ শেষপর্যন্ত আদালতে গড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।