চু’’ম্ব’’ন না করলে মালাবদল নয়, যা করলেন নববধূ

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের প্রাথমিক আচার অনুষ্ঠান সবে শেষ হয়েছে। চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। মালাবদলের পালা আসতেই ভরা ছাদনাতলায় হবু স্ত্রীর কাছে হবু বরের আবদার, চু’’ম্ব’’ন না করলে মালাবদল নয়।

মালাবদল

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অতিথিতে তখন গমগম করছে ছাদনাতলা। তাদের সকলের সামনে হবু বরের এমন আবদার শুনে হকচকিয়ে গিয়েছিলেন কনে। গাল দেখিয়ে হবু স্ত্রীকে চু’’ম্ব’’ন দেওয়ার ইঙ্গিতও করতে দেখা যায় হবু বরকে। এমন আজব আবদারে একটু থমকে গিয়েছিলেন কনে।

হবু স্বামীর আবদার রাখবেন কী রাখবেন না, তা নিয়ে ধন্দে পড়ে যান তিনি। না, হবু স্বামীর আবদার ফেরাতে পারেননি। এক গাল স্মিত হেসে হবু স্বামীকে চু’’ম্ব’’ন করেন। তার পরই মালাবদল হয় দু’জনের।

প্রতিদিন ১০ প্লেট করে ভাত খেতে হচ্ছে নায়ক বাপ্পির

উইটি ওয়েডিং নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। তবে ভিডিওটি কোথাকার সেটা জানা যায়নি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কলেজের সময়ের প্রেমিকাকে বিয়ে। আমার মালাবদলের নতুন মোড়!