Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home না ফেরার দেশে নির্বাসিত কবি দাউদ হায়দার
    জাতীয়

    না ফেরার দেশে নির্বাসিত কবি দাউদ হায়দার

    April 27, 20252 Mins Read

    জুমবাংলা ডেস্ক : ‘জন্মই আমার আজন্ম পাপ’- আলোচিত এ পংক্তিমালার কবি দাউদ হায়দার আর নেই। ৭৩ বছর বয়সে গতকাল শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে তিনি মারা যান।

    না ফেরার দেশে নির্বাসিতখবরটি নিশ্চিত করেছেন তার অনুজ ও দুই কবি- জাহিদ হায়দার ও আরিফ হায়দার।

    আরিফ হায়দার জানিয়েছেন, বাংলাদেশ সময় ২৭ এপ্রিল রাত দেড়টায় দাউদ হায়দার মারা গেছেন। এখন তাকে হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ কী করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

    এছাড়াও কবির ভাতিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশটির স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চাচা মারা গেছেন।’

    ১৯৭৪ এর ২৪ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় তার কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশিত হলে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। পরে এ নিয়ে আন্দোলন শুরু হলে সে বছর ১১ মার্চ তাকে আটক করে পুলিশ। ২০ মে মুক্তি দেওয়া হলেও কবিকে নিরাপত্তা দিতে পারেনি তখনকার সরকার। পরদিন সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে একপ্রকার খালি হাতে কলকাতায় পাঠানো হয়।

    এ নিয়ে কবি লিখেছিলেন, সে সময় তার কাছে ছিল মাত্র ৬০ পয়সা, কাঁধে ঝোলানো একটি ব্যাগ, আর ছিল কবিতার বই, দুজোড়া শার্ট, প্যান্ট, স্লিপার আর টুথব্রাশ।

    তিনি লেখেন, ‘আমার কোনো উপায় ছিল না। মৌলবাদীরা আমাকে মেরেই ফেলত। সরকারও হয়ত আমার মৃত্যু কামনা করছিল।’

    ১৯৭৪ সালে দেশ ছাড়ার পর কয়েকবছর কলকাতায় কাটিয়ে ১৯৮৭ সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি। জানা গেছে, নোবেলজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাস এবং জার্মানির তৎকালীন ভাইস চ্যান্সেলরের সহযোগিতায় তিনি জার্মানিতে আশ্রয় নেন।

    চিরকুমার দাউদ হায়দার আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতবছর ডিসেম্বরে বার্লিনের বাসার সিঁড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। সে সময় তাকে হাসপাতালের আইসিইউতেও নিতে হয়। এরপর হাসপাতাল ছাড়লেও আর সুস্থ জীবনে ফিরতে পারেননি কবি।

    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাবনায় দাউদ হায়দারের জন্ম। তিনি একাধারে কবি, লেখক ও সাংবাদিক।

    দেশান্তরী হওয়ার গভীর বেদনার কথা তিনি লিখেছেন ‘তোমার কথা’ কবিতায়। ১৯৮৩ সালে কলকাতায় অবস্থানকালে তিনি এ কবিতা লিখেছিলেন।

    মাঝে মাঝে মনে হয়

    অসীম শূন্যের ভেতর উড়ে যাই।

    মেঘের মতন ভেসে ভেসে, একবার

    বাংলাদেশে ঘুরে আসি।

    মনে হয়, মনুমেন্টের চূড়ায় উঠে

    চিৎকার ক’রে

    আকাশ ফাটিয়ে বলি;

    দেখো, সীমান্তে ওইপাশে আমার ঘর

    এইখানে আমি একা, ভীনদেশী।

    পোপের শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূস

    সত্তর দশকের শুরুর দিকে দাউদ হায়দার দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে লন্ডন সোসাইটি ফর পোয়েট্রি দাউদ হায়দারের কোন এক কবিতাকে “দ্যা বেস্ট পোয়েম অব এশিয়া” সম্মানে ভুষিত করেছিল।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় Bangladesh poet daud haider biography Daud Haider death Daud Haider poet literary exile poet Daud Haider কবি দাউদ দাউদ হায়দার দেশে না নির্বাসিত ফেরার বাংলাদেশ কবি হায়দার,
    Related Posts
    NEC

    শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর

    May 19, 2025
    bhola_bridge

    ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু

    May 19, 2025
    Georgia Meloni

    ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

    May 19, 2025
    সর্বশেষ সংবাদ
    মাঝ আকাশে ভারতের রকেটের ধ্বংস
    মাঝ আকাশে ভারতের রকেট ধ্বংস: অনুসন্ধান শুরু
    NEC
    শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর
    Madhuri Dixit
    অন্তর্বাস না পরায় পরিচালকের রোষানলে পড়েছিলেন মাধুরী
    Bhumi Pednekar
    ‘আমার মতো ঠোঁট পাওয়ার জন্য লোকে লাখ টাকা খরচ করে’
    bhola_bridge
    ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতু
    Dollar
    ডলারের বিপরীতে আরও দুর্বল হলো টাকা
    Georgia Meloni
    ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
    Gree AC
    গ্রি এসির নতুন ৪টি সিরিজের মোড়ক উন্মোচন
    Become an Etsy Bestseller
    How to Become an Etsy Bestseller: Tips to Skyrocket Sales
    Affiliate Funnel with Systeme IO
    How to Build an Affiliate Funnel with Systeme IO: Beginner Blueprint
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.