আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া দাবি করেছে, নিঃশর্তভাবে সিরিয়ার ওপর ইহুদবাদী ইসরাইলের হামলা বন্ধ করতে হবে। ইসরাইলের এই হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। খবর পার্সটুডে’র।
গত শনিবার লেবাননের ত্রিপোলি শহরের পশ্চিমে ভূমধ্যসাগরের আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বন্দরনগরী তারতুসের দক্ষিণের একটি এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
ইসরাইলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব নেয়ার পর এটি সিরিয়ার ওপর ইসরাইলের প্রথম হামলা। হামলা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলার কঠোর নিন্দা জানাই যা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুন লঙ্ঘন করে।
রশ মন্ত্রণালয় বলেছে, নিঃশর্তভাবে ইসরাইলকে এই ধরনের হামলা বন্ধ করতে হবে।
গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল প্রায় সময় সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০১১ সালে সিরিয়ায় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে যে উগ্রবাদী সহিংসতা শুরু করা হয়েছিল তা মোকাবেলায় দামেস্ক সরকার সফল হওয়ার কারণে ইসরাইল ভীত হয়ে এই বিমান হামলা চালিয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।