আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক আনন্দ সমাবেশে এ ঘটনা ঘটে।
বাকবিতণ্ডা আর নানা হট্টগোলের মধ্য দিয়ে তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন আয়োজকরা।
সমাবেশের মাঝে মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াত হোসেন বিশ্বাস অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র জামায়াতের সংগঠন মুনার অঙ্গসংগঠন বেসিকের একজন সদস্যকে এ অনুষ্ঠানে কেন বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হচ্ছে? এ সময় মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াৎ হোসেন বিশ্বাসের সঙ্গে আরও কয়েকজন এর প্রতিবাদ করেন। বেসিকের সাবেক সদস্য নুরুজ্জামান সর্দারকে সমাবেশ থেকে বহিষ্কারের দাবি জানান মহিউদ্দিন দেওয়ান।
এরপরই শুরু হয় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি। এ সময় উপস্থিত সাংবাদিকরা গণ্ডগোলের ছবি ও ভিডিও করতে গেলে সমাবেশ থেকে সাংবাদিকদের দিকে কয়েকজন তেড়ে আসেন। কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী ও যুবলীগের সদস্য শাহ সেলিম স্থানীয় সাপ্তাহিক সন্ধানের সম্পাদক সঞ্জীবন সরকার ও বাংলাদেশ প্রতিদিনের (উত্তর আমেরিকা সংস্করণ) স্টাফ রিপোর্টার আবুল কাশেমের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন।
পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন- সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, সাবেক প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, স্বেচ্ছাসেবক লীগের সাখাওয়াত হোসেন বিশ্বাস ও নুরুজ্জামান সর্দার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।