স্পোর্টস ডেস্ক : নিধার্রিত ৫০ ওভারেও যখন কোনো ফলাফল আসেনি তখন সেটি সুপার ওভারে গিয়ে গড়ায়। কিন্তু সুপার ওভারের ফলাফল একই থাকায় সেটি বাউন্ডারির দিক দিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক দল ইংল্যান্ড। আর শিরোপা থেকে বঞ্চিত হয় নিউজিল্যান্ড। আইসিসির নিয়মের কাছে হেরে গেছে কিউই দল। তাই বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক নাজমুল হাসান মনে করেন নিউজিল্যান্ডের সঙ্গে কিছুটা অবিচারই করা হয়েচে।
প্রায় ৪৬ দিনের ক্রিকেট যুদ্ধের অবসান ঘটল ইংলিশ বিজয় উপাখ্যান দিয়ে। যে উপাখ্যান নিশ্চয় ক্রিকেট প্রেমীরা মনে রাখবে যুগের পর যুগ। নাটকীয়তা এতটা চরমে উঠবে তা অভাবনীয়ই ছিল।
দু’দলের ক্রিকেট যুদ্ধ মন ভরিয়েছে ঠিকই। কিন্তু দিন শেষে বিজয়ী হয়েছে এক দলই। যা কিনা একটু বেশি পীড়া দিয়েছে সমর্থকদের। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল ম্যাচ টাই। সুপার ওভারও শেষ হয় সমতায়। তাই ফলাফল নির্ধারিত হলো সবচেয়ে বেশি বাউন্ডারির বিবেচনায়। শুধু সাধারণ সমর্থক না, যা মানতে পারছেন না অনেক ক্রিকেট বিশ্লেষকও।
ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম বলেন, বিষয়টা নিউজিল্যান্ডের জন্য একটু আনফেয়ার হয়ে গেলো। কারণ, সমানে সমানে খেলেও ওদের পরাজয়ের গ্লানি নিয়েই ফিরে যেতে হচ্ছে। একটা স্বল্প পুঁজি নিয়ে ফাইনালে প্রায় জিতে যাওয়া- নিউজিল্যান্ডকে অন্য ধরণের একটা কৃতিত্ব দিতেই হয়।
বিশ্লেষকদের চোখে এই বিশ্বকাপে টাইগারদের সেরা প্রাপ্তি ব্যাটিং পারফরম্যান্স। অসাধারণ সাকিবের পাশাপাশি অবদান রেখেছেন নতুনরাও। তবে হতাশার জায়গাটা বোলিং এবং ফিল্ডিং। টাইগারদের পরামর্শ দিলেন শিক্ষা নিতে নিউজিল্যান্ডের কাছ থেকে। ফাহিমের মতে ফিল্ডিংয়ে ভাল করেও ভ‚মিকা রাখা যায় ম্যাচের ফলাফলে।
তিনি বরেন, ‘ব্যাটিং নিয়ে আমরা সবসময় একটা দ্বিধা-দ্বন্দ্বে ভুগি। কিন্তু এবার আমরা একটা স্থিতিশীলতা দেখেছি, বিশেষ করে সাকিব আল হাসানের কারণে। তিন নম্বর জায়গার জন্য বোধহয় আমরা সব ফরম্যাটের জন্যই একটা ভালো ব্যাটসম্যান পেয়েছি। বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। ফিল্ডিংয়েও আমরা কিছুটা পিছিয়ে আছি। গত দুইটা ম্যাচের ফিল্ডিং যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো সত্যিকার অর্থে আমরা কতটা পিছিয়ে আছি।’
শেষ দিকে এসে মাঝারি স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট সৌন্দর্য বাড়িয়েছে বলেও মনে করেন এই ক্রিকেট বিশ্লেষক। সূত্র : আমাদের সময়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।