আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে তিনটি চাইনিজ রেস্তোরাঁয় কুড়াল নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার নর্থ শোর এবং অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র বলেছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা স্থিতিশীল। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে চতুর্থ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলাকারী সোমবার রাতে তিনটি চাইনিজ রেস্তোরাঁ- ঝাংলিয়াং মালাটাং, ইউ’স ডাম্পলিং কিচেন ও মায়া হটপটে প্রবেশ করে এবং এলোপাথারিভাবে কুড়াল চালিয়ে মানুষের ওপর আক্রমণ শুরু করে।
পুলিশ বলেছে, ২৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চীনা নাগরিক মঙ্গলবার আদালতে সংক্ষিপ্ত হাজিরাও দিয়েছেন।
ওয়েটমাটা ইস্ট এরিয়া কমান্ডার ইন্সপেক্টর স্টেফান সাগর বলেন, পুলিশ বিশ্বাস করে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। এখানে জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হামলা চালানো হয়েছে বলে কোনো প্রমাণ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।