
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে রোববার নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের আইসোলেশানে রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, প্রথম যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে তার বয়স ৩০ বছর। সে গত ১৪ জুলাই দোহা হয়ে আফগানিস্তান থেকে এসেছে। অপরজনের বয়সও ৩০। সেও একইদিন দুবাই হয়ে পাকিস্তান থেকে এসেছে।
অপরজন ৭০ বছরের এক নারী। তিনি ভারত থেকে গত ৩০ জুন নিউজিল্যান্ড আসেন। দেশটিতে বর্তমানে ২৫ জন করোনায় অসুস্থ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৩ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।