নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
জুমবাংলা ডেস্ক : রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
Advertisement
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। এতে সাতজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন। এদিকে ফায়ারকর্মীদের পাশাপাশি র্যাব, পুলিশ, নৌ, বিমানবাহিনী, সেনাবাহিনীর ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করছেন।
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে । পরে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ১৯টি ইউনিটে কাজ শুরু করলেও পরে সর্বশেষ ২৮টি ইউনিট কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



