স্পোর্টস ডেস্ক: মিঠুনের অপরাজিত ৫৭ বলে ৭৩ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার লিটন দাস ফিরে যান ডাক মেরে। এরপর সেট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। ফিফটির পর তামিম কাটা পড়েছেন রান আউটে। মুশফিকুর রহিম ফিরেছেন ৩৪ রান করে।
মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ভালোই খেলছিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ম্যাচের ৩২তম ওভারের দ্বিতীয় বলে নিজের ভুলেই রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।
এর আগে ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম ফিফটি পূর্ণ করেছেন তামিম। ১০৮ বলে ৭৮ রানের ইনিংসটি ১১টি চারে সাজানো। বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ২১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। ৫০টি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৯টি শতরানের ইনিংস।
এর আগে প্রথম ওয়ানডে ম্যাচেও টস হেরেছিল বাংলাদেশ। যার প্রভাব পড়েছিল ম্যাচে। তবে দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করার সুবিধা নেওয়ার সুযোগ বাংলাদেশের।
এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মাহমুদের জায়গায় পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ঢুকেছেন একাদশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।