Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না নারীরা!
    জাতীয়

    নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না নারীরা!

    Mohammad Al AminJanuary 11, 20214 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে হাইকোর্ট নারীদের মুসলিম নিকাহ রেজিস্ট্রার হওয়ার অযোগ্য ঘোষণা করায় বিতর্ক দেখা দিয়েছে৷ প্রশ্ন উঠেছে, নিকাহ রেজিষ্ট্রারের কাজ বিয়ে পড়ানো কিনা৷ আর মসজিদে বিয়ে পড়ানো কি বাধ্যতামূলক? খবর ডয়চে ভেলের।

    দিনাজপুরের ফুলবাড়িয়া পৌরসভার আয়েশা সিদ্দিকা ফাজিল পাশ৷ নিকাহ রেজিস্ট্রার পদে তিনি নিয়ম মেনেই আবেদন করেছিলেন৷ পরীক্ষাও দিয়েছেন৷ পরীক্ষায় তিনি হয়েছিলেন প্রথম৷ তারপরও তার নিকাহ রেজিস্ট্রার হওয়ার পথ আদালতের রায়ে আপাতত বন্ধ৷ আপাতত বলা হচ্ছে, এ কারণে যে হাইকোর্টই শেষ আদালত নয়৷ এরপর আপিল বিভাগ আছে৷ এরইমধ্যে রায়ের বিরুদ্ধে আপিল ফাইল করা হয়েছে৷

    নিকাহ রেজিস্ট্রার হওয়ার জন্য সরকারি প্রজ্ঞাপনে তিনটি যোগ্যতার কথা বলা হয়েছে:

    ১. সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসাবোর্ডের নিবন্ধিত কোনও মাদ্রাসা থেকে কমপক্ষে আলিম সার্টিফিকেটধারী হতে হবে।

    ২. বয়স কমপক্ষে ২১ এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

    ৩. সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে।

    এই তিন যোগ্যতাই আছে আয়েশা সিদ্দিকার৷ তারপরও নারী হওয়ায় প্রথমে মন্ত্রণালয় এবং পরে হাইকোর্ট বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না৷

    আয়েশা সিদ্দিকার কথা, যোগ্যতার কোথাও বলা হয়নি নিকাহ রেজিস্ট্রার হতে হলে পুরুষ হতে হবে৷ আর আমি ফাজিল পাশ৷ আলিমেরও এক ধাপ উপরে৷ তারপরও আমি কেন পারব না৷

    তিনি বলেন, তারা যা বলছেন তা আইনের ভাষা নয়৷

    ২০১৪ সালে এই রিটের শুরু৷ হাইকোর্ট রিট খারিজ করে দেয়ার পর রবিবার পূর্নাঙ্গ রায় প্রকাশ হয়েছে৷ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের এই রায়ে বলা হয়েছে, নারীরা মাসের একটি নির্দিষ্ট সময় ফিজিক্যাল ডিসকোয়ালিফেশনে থাকেন৷ সেক্ষেত্রে মুসলিম বিবাহ হচ্ছে একটি ধর্মীয় অনুষ্ঠান এবং আমাদের দেশে বেশিরভাগ বিয়ে মসজিদে পড়ানো হয়ে থাকে৷ ওই সময়ে নারীরা মসজিদে প্রবেশ করতে পারেন না এবং তারা নামাজও পড়তে পারেন না৷ সুতরাং বিয়ে যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, সেহেতু এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নারীদের দিয়ে নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন সম্ভব নয়৷ ফলে নারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন না৷

    কিন্তু নিকাহ রেজিস্ট্রারের কাজ কী? তাদের কাজ বিয়ে পড়ানো নয়, বিয়ে রেজিস্ট্রি করা৷ বিয়ে যে কোনও মাওলানা পড়াতে পারেন৷ বিয়ের নিয়ম কানুন জানা যে কোনও সুস্থ বিবেক সম্পন্ন মুসলমান যে কোনও প্রাপ্ত বয়স্ক মুসলমান মুসলিম নর-নারীর বিয়ে পড়াতে পারেন৷

    আর নিকাহ রেজিস্ট্রার সেটা আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করবেন৷ এজন্য নিকাহ রেজিস্ট্রারকে বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাধ্যতামূলক নয়৷

    ধানমণ্ডি কাজি অফিসের নিকাহ রেজিস্ট্রার হাফেজ মাসুম বিল্লাহ জানান, বিয়ে সম্পর্কে জ্ঞান আছে এরকম যেকোনও মুসলমান পড়াতে পারেন৷ আমাদের এখানে এসে বিয়ের পর সাক্ষীসহ নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রি করতে হয়৷ তবে আমাদের বললে আমরা গিয়ে বিয়ে পড়াই৷ তবে এটা বাধ্যতামূলক নয়৷ আর সব সময় যে নিকাহ রেজিস্ট্রার বিয়ে পড়াতে যান তাও নয়৷ আমরা কোনও মাওলানাকে পাঠিয়ে দিই৷

    আয়েশা সিদ্দিকা বলেন, আমার কাজ তো বিয়ে পড়ানো নয়৷ বাংলাদেশে মসজিদে অধিকাংশ বিয়ে হয়, এই বিষয়টিও ঠিক নয়, কিছু বিয়ে হতে পারে৷ সেক্ষেত্রে আমি বিয়ে পড়ানোর জন্য প্রয়োজনে পুরুষ মাওলানা পাঠাতে পারতাম৷

    তিনি বলেন, নারী হিসেবে আমার যে শারীরিক অক্ষমতার কথা বলা হয়েছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না৷ নারী প্রধানমন্ত্রী হতে পারেন, পাইলট হতে পারেন৷ তাহলে আমি কেন নিকাহ রেজিস্ট্রার হতে পারব না৷

    একই কথা বলেন তার আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির৷

    তিনি বলেন, আমাদের অবশ্য অন্য মুসলিম দেশে নারী নিকাহ রেজিস্ট্রার আছে কিনা তা দেখাতে বলেছিলেন আদালত৷ আমরা তখন সেই উদাহরণ আদালতে দিতে পারিনি৷ কিন্তু আদালত মুসলিম বিয়ে পড়ানো এবং রেজিস্ট্রেশনকে এক করে দেখছেন হয়তো৷ কিন্তু রেজিস্ট্রেশন বিয়ের পরে হয়, বিয়ের তথ্য দিয়ে৷ বিয়ে অন্য কেউ পড়াতে পারেন৷

    এই আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করা হয়েছে৷ আর সেই আপিলে আইনজীবী হিসেবে যুক্ত হয়েছেন ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট ফাওজিয়া করিম৷

    তিনি বলেন, আমরা আদালতের এই রায় মানতে পারছি না বলেই আপিল করেছি৷ আইনে নিকাহ রেজিস্ট্রারের যোগ্যতা এবং কাজ সুনির্দিষ্ট করে দেয়া আছে৷ তিনি বিয়ে রেজিষ্ট্রি করবেন, সিগনেচার নেবেন৷ ডিভোর্সের ক্ষেত্রেও তাই৷ তাদের কোনও ধর্মীয় কাজ নাই৷ আর আইনে কিন্তু কাজি শব্দটি নাই৷ রেজিস্ট্রার বলা আছে৷ কাজি হলো বিচারক৷ বিচারকও যদি হয় আমাদের তো অনেক নারী বিচারক আছেন৷

    ফাওজিয়া করিম বলেন, মসজিদে বিয়ে হয় এটা একটা ভুল ধারণা৷ বিয়ে হয় অনুষ্ঠানস্থলে৷ আর নারীরা বিশেষ শারীরিক অবস্থায় মসজিদে যেতে পারবেন না এটা ধরে নিয়ে তারা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন না এটা কোনও যুক্তি নয়৷ কাজিদের সঙ্গে আরও অনেক পুরুষ মাওলানা থাকেন প্রয়োজন হলে তারা গিয়ে বিয়ে পড়াবেন৷ আমরা আপিলে আরও অনেক বিষয় তুলে ধরব৷

    হাফেজ মাসুম বিল্লাহ বলেন, মসজিদে বিয়ে পড়াতে হবে এমন কোনও বিধান নাই৷ কেউ কেউ বেশি সওয়াবের আশায় মসজিদে বিয়ে পড়ান৷ তবে আমাদের দেশে অধিকাংশ বিয়েই মসজিদের বাইরে বাড়িতে, কমিউনিটি সেন্টার বা কাজি অফিসে পড়ানো হয়৷

    তিনি জানান, কাজি অফিসেই বিয়ের আলাদা ঘর আছে৷ অনেকে নিজেরাই মাওলানা নিয়ে আসেন, তাকে দিয়েই বিয়ে পড়িয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করিয়ে যান৷

    তার মতে, আইনে কোনও নারীর নিকাহ রেজিস্ট্রার হতে বাধা নাই৷ সাধারণত পুরুষরাই নিকাহ রেজিস্ট্রার হন৷ তবে বাংলাদেশে এখনও কোনও নারীকে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স দেয়া হয়নি৷

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    Court

    তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

    August 27, 2025
    Studnet

    টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ বুয়েট শিক্ষার্থীরা

    August 27, 2025
    Nirbachon

    নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা যেদিন

    August 27, 2025
    সর্বশেষ খবর
    Border Patrol Agent in Assault Case Found Dead

    Border Patrol Agent Found Dead After Assault Charges Involving Long Beach Police

    Fed Governor Lisa Cook Targeted by Trump Appointee Bill Pulte

    FHFA Director Bill Pulte Targets Fed’s Lisa Cook in Mortgage Probe Backed by Trump

    The Summer I Turned Pretty Season 3 Episode 8

    The Summer I Turned Pretty Season 3 Episode 8 Recap: Belly’s Heartbreak and Jeremiah’s Exit

    Court

    তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

    মোবাইলের পাওয়ার বাটন

    পাওয়ার বাটন কাজ না করলে যেভাবে মোবাইল বন্ধ করবেন

    Realme Narzo 70 Turbo

    স্টাইল ও পারফরম্যান্সে সেরা ৫টি স্মার্টফোন, যা নজর কাড়বে সবার!

    Rumin

    হাসনাতকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

    OPPO F29 Pro plus 5G

    OPPO F29 Pro Plus 5G : দুর্দান্ত সব ফিচার নিয়ে শিগ্রই আসছে

    Salman-Khan

    দুবাইতে আছে সালমান খানের স্ত্রী ও ১৭ বছরের সন্তান, মুখ খুললেন অভিনেতা

    Studnet

    টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ বুয়েট শিক্ষার্থীরা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.