গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিপ্লব মন্ডল (২৮) নামের এক যুবকের মরদেহ মিলল জঙ্গলে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠায় পুলিশ। উদ্ধার ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
নিহত বিপ্লব মন্ডল উপজেলা মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত অসিনি মন্ডলের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।
নিহতের মা বাসনা রাণী মন্ডলের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, গত ১১ জুলাই বৃহস্পতিবার জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে অবস্থিত শ্বশুরবাড়ীর উদ্দেশ্যে বের হন। আগে থেকেই স্ত্রী শ্বশুরবাড়ীতে অবস্থান করায় তাকে আনতে যায় বিপ্লব। বাড়ীর সবাই জানত বিপ্লব শ্বশুরবাড়ীতে আছে। এ জন্য নিখোঁজ হলেও এ ব্যাপারে থানায় কোন সাধারণ ডায়েরি করা হয়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার (১৬ জুলাই) সকালে মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাস্তার পাশে জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসাপতালে পাঠায়। এদিকে উদ্ধার হওয়া যুবক তাদের সন্তান বলে সনাক্ত করেন তার মা বাসনা রাণী।
এ ব্যাপারে থানায় কোনও মামলা এখনো হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ দিলে থানায় মামলা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।