জুমবাংলা ডেস্ক : হারিয়ে যাওয়ার পাঁচ বছর পর পরিবার ফিরে পেল মানসিক ভারসাম্যহীন আমেনা বেগমকে (৫৫)। বুধবার দুপুরে তাকে মেয়ে মোমেনার কাছে হস্তান্তর করা হয়।
২০১৫ সালের মার্চে রাজধানীর তেজগাঁও থেকে হারিয়ে যান তিনি। এই পাঁচ বছর ভারতের ত্রিপুরা রাজ্যের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই দেশের সরকারের চিঠি চালাচালির পর আমেনা দেশের মাটিতে পা রাখলেন।
মায়ের জন্য সকাল থেকেই ত্রিপুরা সীমান্তের এপারে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে মায়ের জন্য অপেক্ষার পালা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ।
বেলা পৌনে ১টায় ত্রিপুরাস্থ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (প্রথম সচিব) মো. জাকির হোসেন ভূঁইয়া আমেনা বেগমকে আখাউড়া-আগরতলা সীমান্তের নোম্যান্সল্যান্ডে নিয়ে আসেন।
এপারে মেয়ে মোমেনাকে দেখে দৌঁড়ে এসে বুকে জড়িয়ে ধরেন আমেনা। এ দৃশ্যের অবতারণায় সবাই আবেগাপ্লুত হন।
উল্লেখ্য, আমেনার স্বামীর নাম আবুল কালাম। ছোট মেয়ের নাম উম্মে সালমা। তারা তেজগাঁওয়ের বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।