Advertisement
জুমবাংলা ডেস্ক : নিখোঁজের পাঁচ ঘণ্টা পর গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে তুরাগ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী খুদেজা আক্তার।
পুলিশ জানায়, সোমবার সকালে কর্মস্থলে যেতে ঢাকার মিরপুরের বাসা থেকে বের হন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী সার্কেলের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন।
এরপর থেকে তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে দিয়াবাড়িতে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় নিশ্চিত করে স্বজনদের খবর দেয়া হয়। আজ সকালে তুরাগ থানায় নিহতের স্ত্রী মামলা করেন। হত্যা রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।