স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দলকে ১৯৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড নারী দল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি দাঁড় করিয়েছে আইরিশ মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুতেই দলীয় অধিনায়ক ওপেনার গ্যাবি লুইসের উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। লুইসকে ফেরান বাংলাদেশের সুলতানা খাতুন। আরেক ওপেনার সারা ফোর্বস কিছুক্ষণ টিকে থাকলেও বড় রান পাননি। ৩৪ বলে ১৩ রান করে দলের ৩৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি। তাকে ফেরান নাহিদা আক্তার।
মাঝে ভালো একটি জুটি গড়েন ওরলা প্রেন্ডারগাস্ট এবং আমি হান্টার। ওরলা ৭২ বলে ৩৭ রান করেন। ফিফটি পেয়েছেন হান্টার, খেলেছেন ৮৮ বলে ৬৮ রানের ঝলমলে এক ইনিংস। একদম শেষ ওভারে আউট হওয়ার আগে ৫০ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন লরা ডিলানি। এছাড়া ১৮ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন উনা রেমন্ড হোয়ে। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের পুঁজি দাঁড় করায় আয়ারল্যান্ড।
ফিটনেস টেস্টে উত্তীর্ণ, টি-টেয়েন্টিতে খেলার ছাড়পত্র পেলেন তামিম
বাংলাদেশের হয়ে ২ উইকেট তুলেছেন সুলতানা খাতুন। ১টি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার এবং স্বর্ণা আক্তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।