ইবি প্রতিনিধি: নানা জল্পনা কল্পনার পর জরুরি সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের (এসি) সিদ্ধান্ত পাশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে গুচ্ছ থেকে বেরিয়ে গেল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বুধবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিন্ডিকেট সদস্য ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মিথিলা তানজিল এ তথ্য নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত “নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার” আপাতত বলবৎ আছে। এরপর রাষ্ট্রপতি, তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য, যদি তার পক্ষ থেকে সরাসরি কোনো প্রজ্ঞাপন আসে, সেটায় শিক্ষকরা সম্মান দেখাবে। এর আগে গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভায় সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।