নিজস্ব ফ্যাশন স্টাইলে আবেদন ছড়ালেন দর্শনা বণিক

দর্শনা বণিক

এর আগে দেখা গেছে কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’–এ। দেখা গেছে এ বছর মুক্তি পাওয়া ‘ওমর’ সিনেমায়ও। এমনিতে ওপার বাংলার নতুন অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। আরেক জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর ২০২৩ সালে। বেশি দিন নয়, ২০১৮ সালে অভিনয় জগতে পা রেখেছেন দর্শনা।

দর্শনা বণিক

আর বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে। এ বছর কোরবানির ঈদে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে তাঁকে দেখা গেছে ‘ইতিবৃত্ত’ টেলিফিল্মে, যেখানে তাঁকে দর্শকরা খুব পছন্দ করেছেন। দর্শনা এমনিতেই অত্যন্ত সুন্দরী যাকে বলে।

মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। দর্শনার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। তবে দেশি লুকে এই মিষ্টি হাসির অভিনেত্রীর জুড়ি নেই।

দর্শনা বণিক

স্লিভলেস হালকা হলুদ ব্লাউজের সঙ্গে বহুরঙা প্যাস্টেল শেডের সিল্কের ডুরে শাড়ি পরেছেন দর্শনা। সবুজ পাথরের নেকপিস নজর কাড়ছে।

দর্শনা

একটু বেশি গভীর নেকলাইনের লাল চোলি, ঘাগড়া আর ওড়নার সঙ্গে ট্রেন্ডি অ্যান্টিক গোল্ডের পান্না আর কুন্দনের কাজ করা ভারি চোকার, দুল, টিকলি আর বালা পরেছেন দর্শনা