জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নিত, তিনি নিজেই খাবার গ্রহণ করছেন।
মঙ্গলবার (৯ জুন) গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য পরিস্থিতির এই হালনাগাদ তথ্য জানিয়েছেন।
ডা. মামুন মোস্তাফি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর COVID এবং গুরুতর নিমনিয়া জনিত সংক্রমক নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয়। সেখানে দেশের এবং বিদেশের বিভিন্ন চিকিৎসকগরা অংশগ্রহণ করেন।
তিনি জানান, তার ( জাফরুল্লাহ) সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রা আর অবনতি হয়নি। তিনি আগের চাইতে ভালো বোধ করেছেন এবং আলহামদুলিল্লাহ নিজে খাবার গ্রহণ করছেন।
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। এরপর গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।
এরপর গত ২৮ মে রাতে দ্বিতীয়বারের মতো প্লাজমা নেন। এছা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।