বিনোদন ডেস্ক : তিনি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া। নাটক, মিউজিক ভিডিওতে কাজ করে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এদিকে এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘শহরালী’। সম্প্রতি এই অভিনেত্রী নিজের প্রথম সিগারেট খাওয়ার অভিজ্ঞতার কথা গণমাধ্যমে শেয়ার করেছেন।
সম্প্রতি শ্রাবণী ফেরদৌসের ‘ডে’স ইন দ্য সান’ নাটকে আপনি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া। যেখানে মাদকাসক্ত মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে সিগারেট খেতে হয়েছে। নাদিয়া বলেন, সিগারেটের ধোঁয়ায় প্রচণ্ড কাশি হয়েছিল। প্রথমবার এ ধরনের একটি কাজে বেশ অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।
নতুন বছর নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে নাদিয়া বলেন, কাজে আরও ভিন্নতা আনতে চাই। দর্শক এখন গ্ল্যামার থেকে চরিত্র বেজড কাজ পছন্দ করেন। নির্মাতাদের কাছেও অনুরোধ, তারা যেন আমাকে গল্পনির্ভর কাজের জন্য ডাকেন।