
জুমবাংলা ডেস্ক : নিজেকে ইমাম মাহদী দাবি করা সৌদিপ্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। বিভ্রান্তমূলক অপপ্রচার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে শনিবার রমনা মডেল থানায় মামলাটি দায়ের করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগ (সিটিটিসি)।
তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা গেছে, নিজেকে ইমাম মাহদী দাবি করা মুস্তাক মুহাম্মদ আরমান খান দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও-ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ‘তাকওয়া অনলাইন টিভি’সহ অন্যান্য ইউটিউব চ্যানেল এবং ‘মুস্তাক মুহাম্মদ আরমান খান’ নামীয় ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছিল।
সিটিটিসি সূত্রে আরো জানা যায়, সাম্প্রতিককালে তার এরূপ বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে তার নিকট কথিত ‘বায়াত’ গ্রহণ করে ইমাম মাহাদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ৪ মে ১৭ জন এবং ৭ মে আরো দু’জনসহ মোট ১৯ জন পুলিশের কাছে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে ইমধ্যে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



