নিজেকে নিয়ে মুখ খুললেন বাঁধন (ভিডিও)

বিনোদন ডেস্ক : হুট করেই হারিয়ে গেলেন, এরপর আবার ফিরলেন। ফিরে অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেছিলেন, ‘নিজেকে নতুনভাবে তৈরি করার যুদ্ধে নেমেছি’। এরপর ‘দহন’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন; কিন্তু পরে আর সিনেমাটা করাই হয়নি। এরমধ্যে কয়েকটি নাটকে কাজ করেছেন। আবার হুট করে হারিয়ে গেলেন!

বাঁধনের এমন অ্যাক্টিভিটিতে ইন্ডাস্ট্রিতে নানা কথা রটেছে। অনেকে বলছেন, সেসবের কিছুটা হলেও ঘটেছে! কেউ বলছেন নতুন কোনো কাজের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। আবার কারো কারো মতে, জনপ্রিয়তা থাকতেই মিডিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে বাঁধন গত দু’বছর ধরেই বলছেন, ‘আমি মিডিয়া থেকে বিদায় নেইনি। নিজেকে নতুনভাবে তৈরি করা এবং একমাত্র মেয়েকে বেশি সময় দেয়ার জন্যই এ বিরতি নিয়েছি।’

সাবেক এই লাক্স তারকা বললেন, ‘শুধু ইন্ডাস্ট্রির জন্যই নিজেকে নতুন করে তৈরি করেছি, তা শতভাগ ঠিক নয়। নিজেকে ভালো রাখতে, আমার সন্তানকে ভালো রাখতেই নিজেকে পরিবর্তন করার বিষয়টি অনুভব করেছি। কাজে তো অবশ্যই ফিরব। আমি কিন্তু কারো সঙ্গে যোগাযোগ বন্ধ করিনি। সাংবাদিক থেকে শুরু করে নির্মাতা, অভিনেতা এবং কলাকুশলীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ আছে।’

সে ক্ষেত্রে কি শুধু সিনেমাতেই অভিনয় করতে চান? বাঁধনের জবাব, ‘না, ভালো গল্পের নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন—যেকোনো কাজই হতে পারে। কারণ, এখন আমি চ্যালেঞ্জিং এবং মনে রাখার মতো কিছু কাজ করতে চাই।’

মিডিয়ায় বাঁধন অনুপস্থিত থাকলেও তার বর্তমান সময়সূচি ব্যস্ততায় ভরা। একমাত্র মেয়ে সায়রাকে স্কুলে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজধানীর একটি ফিটনেস সেন্টারে যাচ্ছেন। শারীরিকভাবে সুস্থ এবং সুন্দর করে নিজেকে গড়ে তোলার জন্যই তার এ কর্মযজ্ঞ। এছাড়া একটি সংগঠনের ব্যানারে সামাজিক সচেতনতামূলক কাজেও দেখা যায় তাকে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *